Country

6 hours ago

PM Modi Condoles Swaraj Paul's Demise: প্রবাসী ভারতীয় শিল্পপতি লর্ড স্বরাজ পলের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Prime Minister Narendra Modi with Swaraj Paul
Prime Minister Narendra Modi with Swaraj Paul

 

নয়াদিল্লি, ২২ আগস্ট : প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পপতি লর্ড স্বরাজ পল৷ জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনে ৯৪ বছর বয়সে এই প্রবাসী ভারতীয় শিল্পপতির জীবনাবসান হয়েছে ৷ দিন কয়েক আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তিনি প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে৷ তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অনেকে৷ শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুক্রবার তিনি শোকবার্তায় জানিয়েছেন, লর্ড স্বরাজ পলের প্রয়াত হওয়ার খবর পেয়ে আমি মর্মাহত৷ যুক্তরাজ্যে শিল্প থেকে শুরু করে সমাজসেবা-সহ নানা ব্যাপারে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। ভারতের সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ ৷ তাঁর সঙ্গে কাটানো সময় আমার স্মৃতিতে থেকে যাবে৷ তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।

You might also like!