Odisha

6 months ago

Legislative election in Andhra Odisha: সোমবার লোকসভার পাশাপাশি বিধানসভা ভোট অন্ধ্র, ওডিশায়

Legislative election in Andhra Odisha (Symbolic Picture)
Legislative election in Andhra Odisha (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ১৩ মে: সোমবার দেশের লোকসভা নির্বাচনের পাশাপাশি দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওডিশায় চলছে বিধানসভা নির্বাচন। চতুর্থ দফায় ওডিশাতে ৬ লোকসভা কেন্দ্রের পাশাপাশি ভোট হচ্ছে ২৮ বিধানসভা আসনেও। আর অন্ধ্রপ্রদেশের ২৫ লোকসভা আসনের পাশাপাশি ১৭৫ বিধানসভা আসনে ভোট হচ্ছে।

অন্ধ্রে এবার মূলত দ্বিমুখী লড়াই। এই রাজ্যে শাসক ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপি মূল লড়াইয়ে। ১৭৫ আসনের মধ্যে টিডিপি লড়ছে ১৪৪ আসনে। জনসেনা লড়ছে ২১টি বিধানসভা আসনে। বিজেপি লড়ছে ১০টি বিধানসভা আসনে। কংগ্রেসের সঙ্গে সঙ্গী হিসাবে লড়ছে বাম দলগুলি।

চতুর্থ দফায় ওডিশার মালকানগিরি, কোরাপুট, রায়গড়, নবরংপুর, নৌপদা এবং কালাহান্ডি লোকসভায় ভোট হচ্ছে। সেইসঙ্গে ভোট হচ্ছে ২৮টি বিধানসভা কেন্দ্রে। ওডিশায় এবার মূল লড়াই বিজেডি এবং বিজেপির। অন্ধ্রের মতো এখানেও তৃতীয় শক্তি কংগ্রেস।

You might also like!