লাহোর, ৯ মে : আগুন লাগল পাকিস্তানের লাহোর বিমানবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) কাউন্টারে। বৃহস্পতিবার লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারের সিলিংয়ে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে আগুন লাগে এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘন ধোঁয়ার কারণে বিমান ওঠানামা ও ইমিগ্রেশন প্রক্রিয়া কিছুটা বাধা পায়।
অগ্নিকাণ্ডের জেরে, লাহোর থেকে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত প্রথম হজ বিমানটি বিলম্বিত হয়, এছাড়াও আরও ৭টি আন্তর্জাতিক বিমানও বিলম্বিত হয়েছে। আগুন নিভে যাওয়ার পর অভ্যন্তরীণ কাউন্টার থেকে হজযাত্রীদের অভিবাসন প্রক্রিয়া আবার শুরু হয়।