কলকাতা, ১৩ মে : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে ভোটের আগের দিন রাতে খুন হলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। বোমা মেরে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম মিন্টু শেখ (৪৫)। এলাকার সিপিএম কর্মীদের দিকে অভিযোেগের আঙুল তোলা হয়েছে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে দিকে আঙুল তুলেছে। ভোটের কাজ সেরে বাড়ি ফেরার পথে, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে বোমা-গুলি ছুড়ে তৃণমূল কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতী আন্দাই শেখের হাতে খুন হয়েছেন মিন্টু। যদিও নিহতের পরিবার খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে।নিহত তৃণমূল কর্মী আনখোনা গ্রাম পঞ্চায়েতের চেঁচুরিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, নিহত তৃণমূল কর্মীর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ ১০টি মামলা রয়েছে অভিযুক্ত আন্দাই শেখের বিরুদ্ধেও। পুরনো শত্রুতার জেরেই খুন বলে পুলিশের দাবি। রবিবার রাতে তাঁকে কুপিয়ে ও বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। কেতুগ্রাম থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। এলাকায় উত্তেজনা রয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, সন্ধ্যার সময় পাশের সুদিপুর গ্রামে তৃণমূলের নির্বাচনী কাজে গিয়েছিলেন মিন্টু। এরপরই তাঁর উপর হামলা হয় এবং এই খুনের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে মিন্টু শেখ তাঁর এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন বাইক নিয়ে পথ আটকায়। বাইক থামাতেই তাঁর শরীরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপরই বোমা মেরে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে।