কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি। শুক্রবার রাতে ঘটে এই দুর্ঘটনা। জানা যাচ্ছে, আলিপুর রোডের সিগন্যালে দাঁড়িয়ে ছিল তাঁর গাড়ি। ঠিক সেই সময় পিছন থেকে অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে। যদিও গাড়িতে সে সময় ছিলেন না শতরূপ। ছিলেন তাঁর স্ত্রী এবং পরিবারের এক সদস্য। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার পরই আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শতরূপ।
বাম নেতার দাবি, ‘মুখ্যমন্ত্রীর গাড়িতে ধাক্কা লাগলে ওঠে ষড়যন্ত্রের দাবি। কিন্তু আমি সেরকম কোনো দাবি করছি না। কিন্তু আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল। যদিও আমার গাড়িতে থাকা কারোরই কোন আঘাত লাগেনি। তবে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো’।