kolkata

22 hours ago

High Madrasah Result: হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণদের মমতার শুভেচ্ছা

WBCM Mamata Banerjee congratulate high madrasah examinee
WBCM Mamata Banerjee congratulate high madrasah examinee

 

কলকাতা, ৩ মে : হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল শনিবার প্রকাশ হয়েছে। উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সবার্তায় তিনি লিখেছেন, “হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে। তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি। আর যারা আজকে ভালো ফল করতে পারোনি, তাদের আমি বলবো: মন খারাপ করো না। চেষ্টা চালিয়ে যাও। সামনের দিনে তোমরাও অবশ্যই সফল হবে। তোমাদের সবাইকে আবারও আমার অনেক আশীর্বাদ আর শুভ কামনা জানাই। তোমরা সবাই ভালো থেকো।”

You might also like!