West Bengal

11 hours ago

Suvendu Adhikari: এই মহিলা যতদিন ক্ষমতায় রয়েছেন ততদিন রাজ্য শান্তি পাবে না, তোপ শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা: “এই মহিলা যতদিন বাংলায় ক্ষমতায় রয়েছেন ততদিন রাজ্য শান্তি পাবে না ৷ তাই তাঁকে প্রাক্তন করতে হবে৷"সাংবাদিকদের কাছে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন মুর্শিদাবাদ যাওয়ার আগে তিনি বলেন, “এবার সময় এসছে-'নো ভোট টু মমতা'। মানুষ যাকে পারে আনুক ৷ কিন্তু, মমতা আর তাঁর ভাইপো যাক।

এদিন মুর্শিদাবাদ প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে তাঁর উল্লেখ, "মুর্শিদাবাদের সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। মোমিনপুর, শিবপুর, রিষড়া, ডালখোলাতে অশান্ত হওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে, তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)৷" মুর্শিদাবাদেও তেমন কিছু করা দরকার বলে মনে করেন তিনি ৷

এরপরই বিজেপি নেতার সংযোজন, "পহেলগাঁও নিয়ে নোংরা রাজনীতি করছে তৃণমূল। ২০২১ সাল থেকে আমি ও আমার পরিবার একাধিকবার আক্রান্ত হয়েছি। কখনও জোরে মাইক বাজিয়ে আমার বৃদ্ধ বাবা ও মা'কে ঘুমোতে দেওয়া হয়নি৷ আবার কখনও বাড়ির সামনে প্রেমপত্র পোড়ানো হয়েছে৷ সেইসঙ্গে মিছিল করে আমার বাড়িতে পাহারায় থাকা সিআরপি-র উপর হামলাও করা হয়েছে।

কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এদিন মুর্শিদাবাদের আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান তিনি৷ শুভেন্দুবাবু বলেন, "মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর জন্য আমি পদক্ষেপ করেছি৷" এরপরই মর্শিদাবাদের জেলাশাসকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা৷ তিনি জানান, সূত্র মারফত খবর পেয়েছেন ১২ এপ্রিল সকালে মুর্শিদাবাদে নতুন করে অশান্তি শুরু হয়েছিল৷ সে সময় জেলাশাসক বিএসএফ'কে ফিরে যেতে বলেছিলেন।তিনি জানান, আক্রান্ত থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তাঁর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন৷ এখনও পর্যন্ত ৫৮৪ জনকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তাঁদের সঙ্গেই দেখা করবেন শুভেন্দুবাবু। আগামী বেশ কিছুদিন ওই এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়ন থাকবে।

You might also like!