নয়াদিল্লি, ২৭ এপ্রিল : রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির রোহিণী এলাকার সেক্টর ১৭-এর শ্রী নিকেতন অ্যাপার্টমেন্টের কাছে বস্তিতে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ২০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ধোঁয়ার কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।