kolkata

4 months ago

Tight security around Nabanna:নবান্নর কাছে গাড়ি দাঁড় করিয়ে চেকিং, বিদ্যাসাগর সেতুতে ওঠার রাস্তায় ব্যারিকেড

Tight security around Nabanna
Tight security around Nabanna

 

কলকাতা, ২৭ আগস্ট : আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানের কথা মাথায় রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই নবান্ন ও সংলগ্ন এলাকায় আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃষ্টির মধ্যেই বিভিন্ন গাড়ি, মোটর বাইক দাঁড় করিতে চেকিং করা হয়। কলকাতাতেও মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

কলকাতায় প্রতিবাদীদের মিছিল আটকাতে ২৫ জন উপ-নগরপাল পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া সেতুর কলকাতার দিকের অংশ-সহ পাঁচ জায়গায় থাকছে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল। হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বিদ্যাসাগর সেতুতে যাতে কোনও মিছিল উঠতে না পারে, সে জন্য সেতুতে ওঠার সমস্ত রাস্তায় থাকবে ব্যারিকেড। টার্ফ ভিউ রোড, হেস্টিংস মাজার, ফারলং গেট ও খিদিরপুর রোড থাকছে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল।

এর পাশাপাশি, হাওড়াতেও করা হয়েছে কঠোর পুলিশি বন্দোবস্ত। কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি সেতুর গ্যারাজ মোড়, আন্দুল রোডের লক্ষ্মীনারায়ণতলা, ফোরশোর রোড ও রামকৃষ্ণপুর লঞ্চঘাটমুখী রাস্তার সংযোগস্থল এবং জিটি রোডের বঙ্গবাসী মোড় ও মল্লিকফটকের সংযোগস্থল— এই চার জায়গায় রয়েছে লোহার ত্রিস্তরীয় ব্যারিকেড।


You might also like!