কলকাতা,১৯ আগস্ট : হাতে গুনে আর মাত্র কয়েকটাদিন তারপরেই মর্তে আগমন ঘটবে মা দুর্গার । বর্তমানে প্রহর গুনছে শহরবাসী । ইতিমধ্যেই শহরজুড়ে শুরু হয়ে গিয়েছে পুজো প্রস্তুতি । সেই তালিকা থেকে বাদ যাচ্ছে না বেলুড় মঠও । পুজোর বাদ্যি বেলুড় মঠেও ।
জন্মাষ্টমী তিথিতেই রীতি মেনে বেলুড় মঠে শুক্রবার শুরু কাঠামো পুজো । প্রতি বছরের মত এই বছরও দুর্গা প্রতিমার বিসর্জনের পর কাঠামো নিয়েই জন্মাষ্টমী শুভলগ্নে হচ্ছে কাঠামো পুজো । এদিন রীতি মেনে মন্দিরে মঙ্গলারতি হয়। সেইসঙ্গে শুরু মণ্ডপ তৈরির কাজ ।