kolkata

1 month ago

Aadhar Card-High Court:অচল হয়ে যাচ্ছে প্রচুর আধার কার্ড!কেন্দ্রের কাছে হলফনামা তলব হাইকোর্টের প্রধান বিচারপতির

Chief Justice TS Sivagnam
Chief Justice TS Sivagnam

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আধার কার্ড নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। অভিযোগ, বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না। সেই মামলাতেই এবার কেন্দ্রের কাছে জবাব তলব করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্রের হলফনামা তলব করেছে আদালত। জনস্বার্থ মামলাটি করেছে, জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি অ্যান্ড এএনআর। 

কলকাতা হাইকোর্টে মামলা করে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রচুর আধার কার্ড অচল করে দেওয়া হচ্ছে। প্রায় হাজারের উপর আধার কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করা হয়েছে। বলা হয়েছে, আধার কার্ড আসলে নিষ্ক্রিয় করা হচ্ছে না, এটা আসলে কোনও ভুল বা ‘এরর’। মামলাকারীর আর্জি, যাদের কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের অবিলম্বে বিষয়টি জানানো হোক। সংগঠনে তরফে এও বলা হয়েছে, আধার ইস্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রধানমন্ত্রীর দফতরে চিঠিও পাঠানো হয়েছে। কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি। 

কেন্দ্রের তরফে এই মামলায় সলিসিটর জেনারেল দাবি করেছেন, এই মামলার আদতে কোনও গুরুত্ব নেই। যারা বিদেশের নাগরিক তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। দু পক্ষের বক্তব্য শুনেই কেন্দ্রের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ এপ্রিল। সেই সময়ের মধ্যেই কেন্দ্রকে হলফনামা দিতে হবে। অর্থাৎ তাদের হাতে ৩ সপ্তাহ সময় রয়েছে। 

ভোটের আগে আধার কার্ড ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ঘোষণা করেন রাজ্য একটি পোর্টাল চালু করেছে। যাঁদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এই পোর্টালে গিয়ে তাঁরা অভিযোগ জানাতে পারবেন। যদিও তাঁর সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, কোনও আধার লিঙ্ক বাতিল হয়নি। সাধারণ মানুষকে মিথ্যে কথা বলে ভোটের জেতার চেষ্টা করা হচ্ছে। এই প্রেক্ষিতে আধার কর্তৃপক্ষের করা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখান তিনি। বলেন, তাঁরা স্পষ্ট করে দিয়েছে কোনও আধার বাতিল হয়নি। তবে কারোর যদি কোনও সমস্যা হয়ে থাকে তাহলে তাঁদের কাছে অভিযোগ করতে পারে। এর জন্য সংশ্লিষ্ট নম্বর দেওয়া হয়েছে। 


You might also like!