West Bengal

1 week ago

Manoj Tigga Criticised TMC: TMC-কে খোঁচা মনোজ টিগ্গার! কটাক্ষে টেনে আনলেন বামদেরকে!

Manoj Tigga Criticised TMC (File Picture)
Manoj Tigga Criticised TMC (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার নিজের কেন্দ্রে সকাল সকাল ভোট দিলেন আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এই কেন্দ্র থেকে বিজেপি বিপুল ব্যবধানে জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি, উত্তরবঙ্গে একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারের নির্বাচনকে স্বাধীনতার লড়াই বলে ব্যাখ্যা করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি।

এদিন সকালে আলিপুরদুয়ার জেলার সিংহানিয়া চা বাগানে 14/12 বুথে পরিবারকে নিয়েভোট দিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এই কেন্দ্রের গতবারের জয়ী বিজেপি প্রার্থী ছিলেন জন বার্লা। তবে তাঁকে এবার আর টিকিট দেয়নি বিজেপি। তাঁর বদলে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বরাইকের সঙ্গে জোর লড়াই তাঁর।

গত কয়েকদিনে উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই, একাধিক সভা থেকে তাঁর ভাষণে উঠে আসা এই নির্বাচনের স্বাধীনতা রক্ষা, সংবিধান রক্ষার লড়াইয়ের কথা। বিজেপির ইস্তেহারে বলা ‘এক দেশ এক ভোট’ নীতিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘এক দেশ, এক ভোট মানে এক নেতা, এক খাবার, এক ভাষা, এক ভাবনা। সেই কারণে, সারা দেশ বুঝে গিয়েছে, এ বার আপনারাও বুঝুন। দেশকে যদি স্বাধীন রাখতে হয়, তা হলে বিজেপি হাটাও। না হলে দেশের স্বাধীনতা থাকবে না। দেশের ইতিহাস, ভুগোল সব গুলিয়ে দিচ্ছে ওরা।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনোজ বলেন, ‘স্বাধীনতার লড়াই, আজাদির লড়াইয়ের কথা তো বামেরা বলে। তাহলে কি সেই দলের মতো অবস্থা হবে তৃণমূল কংগ্রেসের। রাজ্য সরকারের সমালোচনা করেন, মোদী যেভাবে ১০ বছরে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছে, সেরকমই রাজ্য ১৩ বছর পিছিয়ে দিয়েছে এই রাজ্য সরকার। বামদের সময় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা ঋণ ছিল, বাংলার ঋণ আজকে সেখানে ৭ লাখ কোটি টাকার কাছাকাছি হয়ে গিয়েছে।’

প্রসঙ্গত, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, নাগরাকাটা এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৬,৪৩,৬১৬। ২০১১ জনগণনা অনুযায়ী এই কেন্দ্রে তফসিলি জাতি ভোটার ৩০.৯ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ২৫.৫ শতাংশ। সংখ্যালঘু ভোটার ১১.১ শতাংশ গ্রামীণ ভোটার ৮২.৫ শতাংশ। শহুরে ভোটার ১৭.৫ শতাংশ। মনোজ টিগ্গার বিরুদ্ধে এবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বরাইক, সিপিএম প্রার্থী মিলি ওরাও।

You might also like!