Game

1 week ago

Countdown of Paris Olympic: ১২৮ বছরের ঐতিহাসিক জাহাজে করে আনা হচ্ছে প্যারিস অলিম্পিকের ফ্লেম

Countdown of Paris Olympic (File Picture)
Countdown of Paris Olympic (File Picture)

 

প্যারিস, ২০ এপ্রিল: শুরু হয়ে গেছে প্যারিস অলিম্পিক গেমসের কাউন্টডাউন। অলিম্পিক ফ্লেম আনতে গ্রিসে নোঙ্গর করেছে ফ্রান্সের জাহাজ। ১২৮ বছরের ঐতিহাসিক জাহাজে আনা হবে প্যারিস অলিম্পিকের ফ্লেম। শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকতা। গ্রিক কর্তৃপক্ষ আনুষ্ঠনিকভাবে ২৬ এপ্রিল হস্তান্তর করবে এই ফ্লেম। হস্তান্তর করার দুই দিন পর গ্রিসের রাজধানী এথেন্সের পাইরেয়াস পোর্ট থেকে সমুদ্রপথে যাত্রা করবে ফ্রান্সের মার্শেইর উদ্দেশে।

উল্লেখ্য, ১৬ এপ্রিল এথেন্সে জ্বালানো হয়েছে অলিম্পিক-২০২৪'র মশাল। ১৮৯৬ সালে প্রথমবার যখন এথেন্সে আধুনিক অলিম্পিকের প্রথম আসর শুরু হয়েছিল সে বছরই জাহাজটি নির্মাণ করে ফরাসিরা। তাই কাকতালীয়ভাবে অলিম্পিকের সূচনালগ্ন থেকেই জড়িয়ে গেছে জাহাজটি।


You might also like!