kolkata

4 weeks ago

Lok Sabha Election 2024:"টাকা দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল কংগ্রেস" : বিধিভঙ্গের অভিযোগ লকেটের

LOCKET CHATTERJEE
LOCKET CHATTERJEE

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিঙ্গুরে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে একটি ব্যাগ দেওয়া হচ্ছে। তাতে ‘নববর্ষের উপহার’ লিখে কিছু জিনিস দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল বিজেপি। বিষয়টি নিয়ে সরব হয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তবে বিজেপির, এই অভিযোগকে নস্যাৎ করে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।

পরিপ্রেক্ষিতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দায়ের করেছেন বলেও জানান লকেট। রবিবার হুগলি বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিকদের লকেট চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল হরিপাল, সিঙ্গুরে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মানিব্যাগ দিচ্ছে। ব্যাগে কী ছিল তা মহিলারা বলতে চাননি। তবে এর মধ্যে টাকাই থাকবে। টাকা দিয়ে ভোট কিনতে চাইছে ওরা। ব্যাগে লেখা আছে নববর্ষের উপহার। এইরকম উপহার তো অনেকেই দিতে পারে। কিন্তু এখন নির্বাচন আচরণ বিধি চালু আছে, সেই বিধি ভঙ্গ করা হয়েছে। আমরা কমিশনে নালিশ জানাচ্ছি।" এখানে প্রতিকার না-পেলে কলকাতায় নির্বাচন কমিশনে যাবেন বলে দাবি লকেটের।

এর পালটা জবাবে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারপার্সন অসীমা পাত্র বলেন, "লকেট চট্টোপাধ্যায় তো এসব বলবেন ৷ কারণ তিনি তো মানি দিয়ে ভোট কেনেন। 2019 সালে কোটি কোটি টাকা খরচা করেছিলেন। আবার 2024 সালে ছেলেদের টাকা দিয়ে ভোট কিনছেন। তৃণমূলের ভোট কেনার জন্য মানুষকে টাকা দিতে হয় না ৷ পশ্চিমবঙ্গের জনগণ মুখ্যমন্ত্রীর কাছ থেকে যা প্রকল্পের সুবিধা পেয়েছে তাতে উন্নয়নে ভোট দেবে। তাই তৃণমূলকে টাকা দিতে হয় না। বিজেপির গাড়ি থেকেই টাকা পাওয়া যাচ্ছে। বিজেপি ধমকে চমকে টাকা নেয় হাজার হাজার কোটি টাকা তাদের ফান্ডে নিচ্ছে এটা তৃণমূলের প্রয়োজন হয় না।"

লকেট এদিন আরও একটি চিঠি দেখিয়ে নিয়োগ দুর্নীতির সঙ্গে হুগলির একাধিক তৃণমূলের নেতার নাম বলেন। তিনি আরও বলেন, "নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীল গ্রেফতার হয়েছে। অয়নকে টাকা তুলে দিয়েছিল তৃণমূলের অনেকেই। তাদের মধ্যে দেবানন্দপুরপুরের তৃণমূল নেতা শ্রীকুমার চট্টোপাধ্যায় ছিলেন। চাকরি দিতে না-পারায় শ্রীকুমার তাঁর ছেলে রূপকুমার চট্টোপাধ্যায়কে নিয়ে আত্মহত্যা করেন।" লকেটের অভিযোগ, তৃণমূলের আরও অনেকে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ৷


You might also like!