Game

1 week ago

Euro Championship: ইউরো চ্যাম্পিয়নশিপ: ২৬ সদস্যের স্কোয়াড গঠনের অনুমতি দেবে উয়েফা

UEFA
UEFA

 

বাসেল, ২৪ এপ্রিল : মাঝে আর এক মাস। তারপর ১৪ জুন থেকে জার্মানিতে শুরু হতে চলেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। আর এই গ্রীষ্মকালীন আসরটিতে অংশ নেওয়া দলগুলোকে ২৬ সদস্যের স্কোয়াড গঠনের অনুমতি দেবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।

এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ইউরোপীয় গভর্নিং বডির জাতীয় প্রতিযোগিতা কমিটি, যা চলতি সপ্তাহের শেষদিকে অনুমোদন দেবে নির্বাহী কমিটি।

উল্লেখ্য উয়েফা করোনার কারণে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপে দলগুলোকে সদস্য সংখ্যা বাড়ানোর অনুমতি দিয়েছিল। করোনা শেষে উয়েফা আবার ২৩ সদস্যের স্কোয়াডে ফিরে যেতে চেয়েছিল। কিন্তু বেশ কয়েকটি জাতীয় দলের কোচ ২৬ সদস্যের দল বহাল রাখার পরামর্শ দিয়েছিলেন। সম্প্রতি ইউরো ২০২৪ আসরে কোচদের সভায় ২৬ সদস্যের দল গঠনের প্রস্তাব ওঠে, এবং ব্যাপক সমর্থন পাওয়া গেছে। এদিকে দলগুলোকে স্কোয়াড ঘোষণার জন্য সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে ৭ জুন পর্যন্ত। কারন ১৪ জুন স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।


You might also like!