Game

1 week ago

USA T20 World Cup team announced:পাঁচ দেশের ক্রিকেটারদের নিয়ে যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা, ভারতেরই পাঁচজন

USA T20 World Cup team announced
USA T20 World Cup team announced

 

আমেরিকা  : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সহ-আয়োজক যুক্তরাষ্ট্র দলের নাম ঘোষণা করল।যুক্তরাষ্ট্রের এই দলে রয়েছে পাঁচ দেশের ১১ জন ক্রিকেটার।

স্টিভেন টেইলর, অ্যারন জোন্স, নসথুশ কেনজিগে ও জেসি সিং ছাড়া বাকি ১১ জনের কেউই যুক্তরাষ্ট্রের নন। এর মধ্যে জেসি ভারতীয় বংশোদ্ভূত। তাকে বাদ দিয়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন আরও ৫ ভারতীয় ক্রিকেটার।

দলের উইকেট-রক্ষক ব্যাটার মোনাঙ্ক প্যাটেল গুজরাটের ক্রিকেটার। তিনি গুজরাটের অনূর্ধ্ব-১৬ ও ১৯ দলে খেলেছেন। বোলিং অলরাউন্ডার হারমিত সিং তো খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও। অলরাউন্ডার মিলিন্ড কুমারের জন্ম দিল্লিতে। আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি। ৩৬ বছর বয়সী অলরাউন্ডার নিসর্গ কুমারের জন্ম গুজরাটে। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন তিনি। পেসার সৌরভ নেত্রভালকারের জন্ম মুম্বাইয়ে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি।

এছাড়া দুজন করে আছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া পেসার আলী খান ২০১৯ সাল থেকে খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। করাচিতে জন্ম নেয়া শায়ান জাহাঙ্গীরের যুক্তরাষ্ট্রে অভিষেক ২০২২ সালে।

দক্ষিণ আফ্রিকার ব্যাটার এন্ড্রিস গোস ও অলরাউন্ডার শেডলি ভ্যানের অভিষেক গত এপ্রিলে কানাডার বিপক্ষে সিরিজে। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন কানাডার প্রাক্তন অধিনায়ক নীতিশ কুমারও।আর নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন আছেন যুক্তরাষ্ট্র দলে।

You might also like!