West Bengal

2 weeks ago

Wbbse Madhyamik Result 2024: তিন বিষয়ে ফুল মার্কস! কেমন হল মাধ্যমিকের প্রথম স্থানাধিকারীর রেজাল্ট?

Full marks in three subjects! How is the result of the first place holder of Madhyamik?
Full marks in three subjects! How is the result of the first place holder of Madhyamik?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট। এবারের ক্লাস 10-র বোর্ড পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে কোচবিহার রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। 700-র মধ্যে তার প্রাপ্ত নম্বর 693। যা 99 শতাংশ বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

বৃহস্পতিবার, 2 মে সকাল 9টা নাগাদ আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশ করেন বোর্ড সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে আসে প্রথম স্থানে থাকা চন্দ্রচূড়ের মার্কশিট। মোট 3টি বিষয়ে 100-র মধ্যে 100 পেয়েছে সে। এছাড়া 2টি 99, একটিতে 98 ও একটি সাবজেক্টে 97 পেয়েছে কোচবিহারের এই মেধাবী ছাত্র।

উল্লেখ্য, গ্রেডের নিরিখে সমস্ত বিষয়তেই AA পেয়েছে মাধ্যমিকের ফার্স্ট বয় চন্দ্রচূড়। এর মধ্যে আবার অংক, জীবন বিজ্ঞান ও ভূগোলে তার প্রাপ্ত নম্বর 100-র মধ্যে 100। প্রথম ও দ্বিতীয় ভাষায় অর্থাৎ বাংলা ও ইংরেজিতে 99 পেয়েছে সে। ইতিহাসে 98 ও ভৌত বিজ্ঞানে চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে 98 ও 97।

এদিন রেজাল্ট বের হওয়ার পর সংবাদমাধ্যমের কাছে মুখ খোলে চন্দ্রচূড়। তার কথায়, ‘আমার সবচেয়ে পছন্দের বিষয় হল অংক, জীবন বিজ্ঞান, রসায়ন ও পদার্থবিদ্যা। প্রথম পাঁচে থাকব এটা আশা করেছিলাম। তবে আমাকে নিয়ে পরিবারের সদস্যদের প্রত্যাশা ছিল আরও বেশি।’

পাশাপাশি জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য প্রস্তুতির কথা অকপটে জানিয়েছে প্রথম স্থানাধিকারী। ‘বোর্ড পরীক্ষায় সময়ানুবর্তিতা একাট বড় বিষয়। কোনও বাধা রুটিন ধরে পড়়াশোনা করেছি এমনটা নয়। ইচ্ছে মতো পড়াশোনা করেছি। যখনই ভালো লেগেছে, তখনই পড়া এগিয়ে রেখেছি।’ জানিয়েছে চন্দ্রচূড়। ভবিষ্যতে ডাক্তার হওয়ার পরিকল্পনা রয়েছে তার।

প্রসঙ্গত, এবারের মাধ্য়মিক পরীক্ষায় বসেছিল 9 লাখ 10 হাজার 598 জন। এর মধ্যে 7 লাখ 65 হাজার 252 জন উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। 2023-র তুলনায় এবার বেড়েছে পাশের হার। গত বছর পাশের হার ছিল 86.15 শতাংশ। যা এবার 86.31 শতাংশ হয়েছে বলে ঘোষণা করেছে বোর্ড।

পর্ষদ সভাপতি জানিয়েছেন, পাশের হারের নিরিখে কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। সেখানে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং ও পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম। সেরা 10-র তালিকায় রয়েছে মোট 57 পড়ুয়ার নাম। যার মধ্যে কলকাতা থেকে জায়গা পেয়েছেন মাত্র একজন। 1 লাখ 18 হাজার 411 জন পেয়েছে 60 শতাংশ নম্বর। যামোট পরীক্ষার্থীর 12 শতাংশ বলে জানিয়েছে পর্ষদ।

You might also like!