Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Technology

4 months ago

2025 Hero Glamour 125: দেশের বাজারে জনপ্রিয় মোটরসাইকেলের নতুন চমক! হিরো মোটোকর্প লঞ্চ করল ২০২৫ গ্ল্যামার আপডেটেড এডিশন

2025 Hero Glamour 125
2025 Hero Glamour 125

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্প্রতি হিরো মোটোকর্প দেশের বাজারে তাদের জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল স্প্লেন্ডারের আপডেটেড সংস্করণ উন্মোচন করেছে। কিন্তু এটাই শেষ নয়। কোম্পানিটি আরও একটি জনপ্রিয় 125 সিসি মোটরসাইকেলের নতুন আপডেটেড এডিশন লঞ্চ করেছে, যা গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে এসেছে। খবর সূত্রে জানা গেছে, হিরো মোটোকর্প গ্ল্যামার বাইকের আপডেটেড এডিশন বাজারে এনেছে, যেখানে বাইকটিকে OBD2B কমপ্লায়েন্ট করা হয়েছে। এডিশনটির সঙ্গে দামেও সামান্য বৃদ্ধি করা হয়েছে। এখন দেখা যাক, এই নতুন আপডেটেড এডিশনে কোন কোন আকর্ষণীয় বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। 

২০২৫ হিরো গ্ল্যামার: আপডেটেড এডিশনের মূল ফিচার ও তথ্যঃ 

হিরো মোটোকর্প সম্প্রতি তাদের জনপ্রিয় গ্ল্যামার বাইকের ২০২৫ আপডেটেড এডিশন লঞ্চ করেছে।

বাইকটি OBD2B কমপ্লায়েন্ট করে তোলা হয়েছে।

২০২৫ আপডেটেড এডিশনের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 86,698 টাকা থেকে, যা আগের ভ্যারিয়েন্টের তুলনায় 2,000 টাকা বেশি।

বাইকটির দুটি ভ্যারিয়েন্ট রয়েছে:

ড্রাম ভ্যারিয়েন্ট: 86,698 টাকা (এক্স শোরুম);

ডিস্ক ভ্যারিয়েন্ট: 90,698 টাকা (এক্স শোরুম) ;

ফুয়েল ট্যাঙ্ক ও রঙ:

ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা: 10 লিটার;

পাওয়া যাবে একাধিক আকর্ষণীয় পেন্ট স্কিম:

ব্ল্যাক + সিলভার,লাল + কালো,কালো + নীল,কালো + লাল (শুধুমাত্র ড্রাম ভ্যারিয়েন্টে)।

ফিচার ও প্রযুক্তি: এলইডি হেডল্যাম্প;

ইউএসবি চার্জিং পোর্ট;

ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার;

বাইকটি কমিউটার সেগমেন্টের জন্য আকর্ষণীয় ফিচারের সঙ্গে ডিজাইন করা হয়েছে।

ইঞ্জিন ও পারফরম্যান্স: ইঞ্জিন: 124.7 সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড;

শক্তি: 10.5 হর্সপাওয়ার;

টর্ক: 10.4 এনএম;

4-স্পিড গিয়ারবক্স;

18 ইঞ্চি অ্যালয় হুইল;

ফ্রন্ট: টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক;

রিয়ার: ডুয়েল শক অ্যাবজর্ভার।

২০২৫ হিরো গ্ল্যামার আপডেটেড এডিশন আকর্ষণীয় ডিজাইন, আধুনিক ফিচার এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স নিয়ে এসেছে। এটি দেশের কমিউটার সেগমেন্টে একটি প্রিয় বিকল্প হিসেবে অবস্থান বজায় রাখতে সাহায্য করবে।

You might also like!