Country

2 weeks ago

Assam: অসমে ঝড়বৃষ্টির তাণ্ডব, তছনছ বিস্তীর্ণ অঞ্চল

Heavy rains in Assam, ravaged large areas
Heavy rains in Assam, ravaged large areas

 

গুয়াহাটি, ২৮ এপ্রিল: রাজ্যের উজান থেকে নিম্ন, পাহাড়ি জেলা থেকে বরাক উপত্যকা, প্রচণ্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে বিভিন্ন অঞ্চলের বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাতে কামরূপ মেট্রো, কামরূপ গ্ৰামীণ, উজানের ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও, কারবি আংলং, ডিমা হাসাও, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, বরপেটা, ধুবড়ি প্রভৃতি জেলায় তাণ্ডব চালিয়েছে ঝড়-তুফান, বৃষ্টি। কোথাও কোথাও ঘূর্ণিঝড়েরও শিকার হয়েছেন মানুষ।

গ্ৰামের পর গ্রাম বিধ্বস্ত। মাটিতে গড়গড়ি খাচ্ছে গ্রামগুলির প্রায় সব বাড়িঘর। বিদ্যুৎ পরিবাহী খুঁটি এবং কন্ডাক্টর সহ পরিকাঠামোগুলোও ক্ষতির সম্মুখীন হয়েছে। ঝড়ে গবাদি পশু ও মানুষের বহু সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শতাধিক গাছগাছালি উপড়ে পড়েছে। বিদ্যুৎ পরিবাহী তারের ওপর গাছ কিংবা গাছের ডাল পড়ে যাওয়ায় অসংখ্য বিদ্যুতের খুঁটি ধরাশায়ী হয়েছে। ফলে শতাধিক গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তায় গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। এছাড়া কৃষকদের ঝিঙা, মিষ্টিকুমড়ো, কুমড়ো জাতীয় মরশুমি সবজি খেতেরও বিস্তর ক্ষতি হয়েছে৷

এভাবে বহু এলাকায় উড়িয়ে নিয়ে গেছে বিদ্যালয়, গাছ পড়ে ভূপতিত হয়ে গেছে। গাছের ডাল ভেঙে পড়েছে বহু বসতঘরে, পাশাপাশি বহু ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে মাঠে-ময়দানে ফেলেছে। গৃহস্থদের ঘরের আসবাবপত্র ধ্বংসস্তূপে পরিণত করেছে। বিস্তর ক্ষতি হয়েছে বহু স্কুল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেরও। ঝড়ঝঞ্ঝা বিধ্বস্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ এবং বহু এলাকায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতে বিঘ্ন ঘটেছে।


You might also like!