বালুরঘাট : মোদীর জনসভার আগের দিনই বালুরঘাট স্টেশন থেকে চালু হল দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস সোমবার বিকেল ৫টায় ট্রেনটি বালুরঘাট থেকে ছেড়ে দিল্লি হয়ে পঞ্জাবের ভাটিন্ডার উদ্দেশে রওনা দেয়।
নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে রেলের তরফে কোনওরকম অনুষ্ঠান করা হয়নি। দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । সাধারণ মানুষের সঙ্গে তিনিও পুষ্পবৃষ্টি করে চালক সহ সকল যাত্রীদের অভিনন্দন জানান। সুকান্ত মজুমদার বলেন, ‘এই কৃতিত্ব কার তা জেলার মানুষ জানে। আমি জেলার মানুষকে দিল্লি যাওয়ার ব্যবস্থা করেছি। এবার জেলার মানুষ আমাকে দিল্লি পাঠাবে।’