Country

1 week ago

Lok Sabha Election 2024:গণতন্ত্রের উৎসবের সূচনা, প্রথম দফায় ভারতের ১০২টি সংসদীয় আসনে ভোট শুরু

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

 

নয়াদিল্লি, ১৯ এপ্রিল : ভারতে সূচনা হয়ে গেল গণতন্ত্রের বৃহত্তম উৎসবের। শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফায় দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি লোকসভা আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই দফায় তামিলনাড়ুর ৩৯টি সংসদীয় কেন্দ্রেই ভোট হচ্ছে, এছাড়াও রাজস্থানের ১২টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। প্রথম দফায় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার (এসটি), জলপাইগুড়ি (এসসি) ও কোচবিহার (এসসি) এই তিনটি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের ৩টি ছাড়া অরুণাচল প্রদেশের দু'টি (অরুণাচল প্রদেশ পূর্ব, অরুণাচল প্রদেশ পশ্চিম), অসমের ৫টি (ডিব্রুগড়, জোরহাট, কাজিরাঙ্গা, লখিমপুর, সোনিতপুর), বিহারের ৪টি (ঔরঙ্গাবাদ, গয়া, জামুই, নওয়াদা), ছত্তিশগড়ের একটি (বস্তার), মধ্যপ্রদেশের ৬টি (ছিন্দওয়াড়া, বালাঘাট, জব্বলপুর, মন্ডলা, সিধি, শাহদোল), মহারাষ্ট্রের ৫টি (নাগপুর, চন্দ্রপুর, ভান্ডারা-গোন্দিয়া, গড়চিরৌলি-চিমুর, রামটেক) লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

পাশাপাশি মণিপুরের দু'টি, মেঘালয়ের দু'টি (শিলং, তুরা), মিজোরামের একটি, নাগাল্যান্ডের একটি, রাজস্থানের ১২টি (গঙ্গানগর, বিকানের, চুরু, ঝুনঝুনু, সিকার, জয়পুর গ্রামীণ, জয়পুর, আলওয়ার, ভরতপুর, করৌলি-ধোলপুর, দৌসা, নাগৌর), সিকিমের একটি, তামিলনাড়ুর ৩৯টি (তিরুভাল্লুর, চেন্নাই উত্তর, চেন্নাই দক্ষিণ, চেন্নাই সেন্ট্রাল, শ্রীপেরুমবুদুর, কাঞ্চিপুরম, আরাককোনাম, ভেলোর, কৃষ্ণগিরি, ধর্মপুরী, তিরুভান্নামালাই, আরানি, ভিলুপ্পুরম, কাল্লাকুরিচি, সালেম, নামাক্কাল, ইরোড, তিরুপুর, নীলগিরি, কোয়েম্বাটোর, তিরুপল্লী, পোলাচিপুর, পল্লীর , পেরাম্বলুর, কুদ্দালোর, চিদাম্বরম, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনম, থাঞ্জাভুর, শিবগাঙ্গা, মাদুরাই, থেনি, বিরুধুনগর, রামানাথপুরম, থুথুকুডি, টেনকাসি, তিরুনেলভেলি, কন্যাকুমারী), ত্রিপুরার একটি, উত্তর প্রদেশের ৮টি (পিলিভিট, সাহারানপুর, কাইরানা, মুজফফরনগর, বিজনৌর, নাগিনা, মোরাদাবাদ, রামপুর), উত্তরাখণ্ডের ৫টি (তেহরি গাড়ওয়াল, গাড়ওয়াল, আলমোড়া, নৈনিতাল-উধম সিং নগর, হরিদ্বার), আন্দামান ও নিকোবরের একটি, জম্মু ও কাশ্মীরের একটি (উধমপুর), লাক্ষাদ্বীপের একটি ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভারতে এবার সাত দফায় হবে লোকসভা ভোট। দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল, তৃতীয় দফার ভোট ৭ মে, চতুর্থ দফার ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে এবং অন্তিম দফার ভোট ১ জুন, গণনা এবং ফল ঘোষণা ৪ জুন। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। মোতায়েন থাকছে পর্যাপ্ত পরিমানে নিরাপত্তা বাহিনী।


You might also like!