Country

2 weeks ago

Lok Sabha election 2024: তৃতীয় দফা ভোটের আগে আবার বিজেপি প্রার্থীদের চিঠি! কী ‘বার্তা’ পাঠালেন মোদী

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচন। এই দফায় দেশের ৯৪টি লোকসভা আসনের ভাগ্য নির্ধারিত হবে। ভোটারদের কাছে তাঁর বার্তা পৌঁছে দেওয়ার জন্য ফের ব্যক্তিগত ভাবে ‘অনুরোধ’ জানিয়ে বিজেপি এবং সহযোগী দলগুলির প্রার্থীদের কাছে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী।এর আগে প্রথম দফার ভোট শুরুর আগের দিন অর্থাৎ গত ১৮ এপ্রিল মোদীর চিঠি পৌঁছেছিল প্রার্থীদের কাছে।

তৃতীয় দফা ভোটের আগে দলের প্রার্থীদের পাঠানো চিঠিতে কী লিখেছেন মোদী?মোদীর ওই বার্তা এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা গুজরাতের পোরবন্দর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনসুখ মান্ডবীয়। হিন্দিতে লেখা চিঠিটি মোদীর আহ্বান,  ‘‘দেশকে বাঁচাতে প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কারণ, কংগ্রেস এবং ‘ইন্ডি’ (ইন্ডিয়া) জোট ক্ষমতায় এলে তফসিলি জাতি-জনজাতি এবং ওবিসিদের সংরক্ষণ তুলে দিয়ে মুসলিমদের বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।’’

তৃতীয় দফা ভোটের আগে মোদীর এই চিঠি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা কারণ, প্রথম দফা ভোটের আগে উন্নয়নের প্রশ্নে জোর দিয়েছিল মোদী সরকার। দ্বিতীয় দফা ভোটের সময় থেকে সেই সুর বদলাতে শুরু করে। তৃতীয় দফায় সরাসরি মেরুকরণের ছাপ স্পষ্ট। সংশ্লিষ্ট মহলের মতে, ‘তফসিলি বনাম মুসলিম’ সমীকরণের বার্তাকে সামনে রেখে কংগ্রেস-সহ বিরোধীদের পর্যুদস্ত করতে চাইছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের ইস্তাহার নিয়ে সরব। প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেসের ইস্তাহারের ঘোষণা অনুযায়ী এই দল ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে। 


You might also like!