Country

7 months ago

Kashmir Baramulla: বারামুলায় রেকর্ড ভোটদান, খুশি নির্বাচন কমিশন

Election Commission (File Picture)
Election Commission (File Picture)

 

শ্রীনগর, ২১ মে: অবাক করল কাশ্মীরের বারামুলা লোকসভা কেন্দ্র। সোমবার দেশের যে লোকসভা আসনগুলিতে ভোট হয়েছে তারমধ্যে কাশ্মীরের এই একটি আসনই ছিল। নজিরবিহীন নিরাপত্তায় এদিন ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই প্রবণতা টের পাওয়া যাচ্ছিল। রাতে জানা যায় এখানে ভোটদানের হার ৫৮.১৭ শতাংশ। যা সাম্প্রতিককালে রেকর্ড।

কাশ্মীরে যে সব এলাকায় সারা বছর জঙ্গি-সেনা লড়াই চলে, বারামুলা তার অন্যতম। ভোটের দু’দিন আগে ওই লোকসভারই সোপিয়ানে এক প্রাক্তন সরপঞ্চকে হত্যা করেছিল জঙ্গিরা। জঙ্গি হুমকির মুখে সব আশঙ্কা উড়িয়ে মানুষ ভোট দিতে বুথমুখী হওয়ায় সব মহলেই চর্চা শুরু হয়েছে। খুশি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও। তাঁর কথায়, বারামুলা আমাদের ভরসা জোগালো। বোঝা যাচ্ছে সেখানে বিধানসভা ভোটও এবার নিরাপদে করা সম্ভব।

You might also like!