নয়াদিল্লি, ২১ মে: বারামুলায় রেকর্ড ভোটদানের জন্য সেখানকার ভোটদাতাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেছেন, বারামুলায় আমার বোন এবং ভাইদের গণতান্ত্রিক অধিকারের প্রতি অটুট অঙ্গীকারের জন্য অভিনন্দন জানাই। গণতন্ত্রে এমন সক্রিয় অংশগ্রহণ ভাল প্রবণতা।
উল্লেখ্য, কাশ্মীরের বারামুলায় সোমবার নজিরবিহীন নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই প্রবণতা টের পাওয়া যাচ্ছিল। রাতে জানা যায় ভোটদানের হার ৫৮.১৭ শতাংশ। যা সাম্প্রতিককালে রেকর্ড। কাশ্মীরে যে সব এলাকায় সারা বছর জঙ্গি-সেনা লড়াই চলে, বারামুলা তার অন্যতম। ভোটের দু’দিন আগে ওই লোকসভারই সোপিয়ানে এক প্রাক্তন সরপঞ্চকে হত্যা করেছিল জঙ্গিরা। জঙ্গি হুমকির মুখে সব আশঙ্কা উড়িয়ে মানুষ ভোট দিতে বুথমুখী হওয়ায় সব মহলেই চর্চা শুরু হয়েছে। খুশি মুখ্য নির্বাচন কমিশনারও।