নয়াদিল্লি, ২১ মে : সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ভোটদানের হারে দেশের বাকি রাজ্যগুলির মধ্যে সবথেকে এগিয়ে বাংলা। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে মহারাষ্ট্র। সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ভোটদানের হারের তথ্য দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চম দফার ভোটে দেশের ৪৯টি আসনে রাত সাড়ে ১১টা পর্যন্ত ৬০.০৯ শতাংশ ভোট পড়েছে। সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার ছিল ৭৩ শতাংশ। রাত পর্যন্ত তা কিছু বেড়ে ৭৪.৬৫ শতাংশ হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের মধ্যে সবথেকে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। সে রাজ্যে ভোটদানের হার ৫৪.২৯ শতাংশ। অন্য রাজ্যগুলির মধ্যে বিহারের ভোটের হার ৫৪.৮৫ শতাংশ। জম্মু-কাশ্মীরে ভোট পড়েছে ৫৬.৭৩ শতাংশ। ঝাড়খণ্ডে ভোটদানের হার ৬৩.০৭ শতাংশ। লাদাখে ৬৯.৬২ শতাংশ। ওড়িশার এবং উত্তরপ্রদেশে যথাক্রমে ভোটদানের হার ৬৭.৫৯ শতাংশ এবং ৫৭.৭৯ শতাংশ।