Country

21 hours ago

Tributes to heroes on Victory Day by President, bravery by Prime Minister: বিজয় দিবসে বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রপতির, সাহসিকতাকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

Tributes to heroes on Victory Day by President, bravery by Prime Minister
Tributes to heroes on Victory Day by President, bravery by Prime Minister

 

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর : বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে সামাজিক এক্স-এ রাষ্ট্রপতি জানিয়েছেন, "বিজয় দিবসে, আমি আমাদের বীর সৈনিকদের শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধের সময় অদম্য সাহস প্রদর্শন করেছিলেন, ভারতের জয় নিশ্চিত করেছিলেন। একটি কৃতজ্ঞ দেশ আমাদের সাহসী বীরদের চূড়ান্ত আত্মত্যাগকে স্মরণ করে যাদের গল্প প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে এবং জাতীয় গর্বের উৎস হয়ে থাকবে।"

বিজয় দিবসে বীর শহীদদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ টুইট করে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাঁদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাঁদের অসাধারণ বীরত্ব এবং তাঁদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাঁদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।"

You might also like!