kolkata

1 week ago

Sandeshkhali Incident:সন্দেশখালিতে এ বার নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল সিবিআই

CBI has filed a complaint of torture against women in Sandeshkhalikande
CBI has filed a complaint of torture against women in Sandeshkhalikande

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালিতে এ বার নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল সিবিআই। সন্দেশখালিকাণ্ডে এর আগে শাহজাহান শেখের সহযোগী তথা গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে ধর্ষণের দু’টি অভিযোগ দায়ের করেছিল পুলিশ। বসিরহাট মহকুমা আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দির ভিত্তিতে শিবুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল শিবু-সহ মোট তিন জনের বিরুদ্ধে। এ বার সন্দেশখালিকাণ্ডে নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও।

নারী নির্যাতন শুধু নয়, জমি জবরদখল থেকে শুরু করে হুমকি দেওয়া সবরকম অভিযোগ এসেছে সন্দেশখালি থেকে। শেখ শাহাজাহানের পাশাপাশি তাঁর দুই অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দার ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। তারা সকলেই জেলবন্দি। কলকাতা হাইকোর্ট সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে সিট গঠন করতে বলেছিল। তখনই অভিযোগ জমা নেওয়ার জন্য ইমেল আইডি তৈরির কথা বলা হয়। 

সিবিআই সূত্রে খবর, ইমেল আইডি তৈরি করার পর থেকে ভূরিভূরি অভিযোগ এসেছে সন্দেশখালি থেকে। তার মধ্যে বেশিরভাগ অভিযোগই নারী নির্যাতনের। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি গেছিল সিবিআই-এর টিম। তারপরই এই মামলায় প্রথম এফআইআর দায়ের করল সিবিআই। প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডের তদন্তে যে ইমেল আইডি প্রকাশ করেছে সিবিআই তা হল sandeshkhali@cbi.gov.in । এই ই-মেইল আইডিতে সরাসরি অভিযোগ জানানো হচ্ছে।  

সংশ্লিষ্ট পোর্টালে জমি দখল, জমি দখল করে ভেড়িতে রূপান্তরিত করা, মহিলাদের ধর্ষণ সহ সমস্ত অভিযোগ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। কলকাতা হাইকোর্টের এও নির্দেশ ছিল, জেলাশাসক থেকে জেলা পুলিশ সুপার বা যে কোন ব্যক্তিকে সিবিআই তদন্তের জন্য ডাকতে পারে এবং তদন্তে সাহায্যের জন্য তাঁদের হাজিরা দিতে হবে। আদালত জানায়, সন্দেশখালির পরিস্থিতি এমনই যা একটি স্বাধীন এবং যোগ্যতা সম্পন্ন এজেন্সি ছাড়া তদন্ত সম্ভব নয়। তাই সার্বিক পরিস্থিতি বিচার করে আদালত সিদ্ধান্ত নিয়েছে, সন্দেশখালির মানুষের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করবে সিবিআই।


You might also like!