kolkata

1 week ago

weather Update : দক্ষিণবঙ্গের পারদ ছুঁতে পারে প্রায় ৫০ ডিগ্রি, উত্তরবঙ্গেও জারি হলুদ সতর্কতা

weather Update
weather Update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃতীব্র দহনে পুড়ে যাচ্ছে রাজ্য। বৈশাখ মাসের শেষের দিকে, তবুও কালবৈশাখী নিয়ে স্বস্তির বার্তা দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। বরং তাপমাত্রার পারদ যে আরও উঁচুতে চড়তে পারে, তেমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। তাপপ্রবাহের মধ্যেই কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছুঁতে পারে বলে জানিয়েছে আলিপুর।

গত ৪৪ বছরে এপ্রিল মাসে এত গরম পড়েনি কলকাতায়। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াসে। শেষ বার কলকাতায় এত গরম পড়েছিল ১৯৮০ সালের এপ্রিল মাসে। সেই বছর কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে রবিবার সেই নজির ভেঙে দিতে পারে কলকাতা। রবিবার কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। এমনকি শনিবারের পরেও এই তাপমাত্রা কয়েক দিন বজায় থাকতে পারে।

শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণের অন্যান্য জেলায় মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই কারণে জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতাও। তাপপ্রবাহের পাশাপাশি দক্ষিণের সমস্ত জেলায় বজায় থাকবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়াও।

বৈশাখ মাসের তীব্র দহনের হাত থেকে রেহাই পাচ্ছে না উত্তরের জেলাগুলিও। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হলেও উত্তরের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়ার পাশাপাশি থাকবে প্রচণ্ড গরমও।  শনিবারউত্তর দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।আগামী তিন দিনে দক্ষিণবঙ্গ জুড়ে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তার পর দু’দিন সেই তাপমাত্রাই বজায় থাকবে গাঙ্গেয় বঙ্গে।



You might also like!