kolkata

1 week ago

Hiran Chatterjee:তৃণমূল নেতার পিতৃপরিচয় তুলে আক্রমণের অভিযোগ,হিরণের বিরুদ্ধে অভিযোগ থানা ও কমিশনে

Hiran Chatterjee
Hiran Chatterjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। তাঁর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে হিংসা ছড়ানোর চেষ্টা-সহ ভয়, ঘৃণা ও প্ররোচনামূলক ভাষণ দিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। মঙ্গলবার হিরণের বিরুদ্ধে একদিকে তৃণমূলের রাজ্য কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে, অপরদিকে, সবং থানায় দুটি অভিযোগ জমা পড়েছে। যদিও এই অভিযোগের কোনও সারবত্তা নেই বলে দাবি বিজেপি নেতৃত্বের। তবে তৃণমূল বিজেপির এই তারকা প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ-সহ প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে।

সোমবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ নির্বাচনী প্রচারে সবং বিধানসভা কেন্দ্রে গিয়েছিলেন। রাজ্যের শাসকদলের অভিযোগ, সেখানেই তিনি প্ররোচনামূলক মন্তব্য করেন। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ মিশ্রের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন হিরণ। কমিশনের কাছে তাঁর বক্তব্যের ভিডিও পেন ড্রাইভে করে জমা দিয়েছে তৃণমূল। হিরণের প্ররোচণামূলক বক্তব্যের জেরে ওই তৃণমূল নেতা খুন হতে পারেন বলে অভিযোগ ঘাসফুল শিবিরের।

স্থানীয় তৃণমূল নেতা অসীম রায়ের দাবি,  হিরণের বক্তব্যের ওই বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'মা-বোনেরা হাতে লাঠি-ঝাঁটা, বঁটি-কাটারি নিয়ে থাকবে। আর মিশ্রের বাহিনী যদি আসে তা হলে মা-বোনেরা সামনে থাকবে। আমি থাকব সামনে। আমার সঙ্গে থাকবেন। মিশ্র তুই কত বড় বাপের ব্যাটা, তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বলপাই মোড়ে।' দ্য ওয়াল ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

অবশ্য হিরণের দাবি, তিনি ভুল কিছু বলেননি৷ আত্মরক্ষার অধিকার সকলেরই আছে। কেউ যদি দেখেন যে তাঁর ভোট লুট হয়ে যাচ্ছে, তিনি প্রতিরোধ করবেন। বরং তাঁর দাবি, তিনি খড়গপুরে বিধায়ক হওয়ার পর গত তিন বছরে সেখানে শান্তি ফিরেছে।  

বিরণের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে হিংসা ছড়ানোর চেষ্টা সহ ভয় ও প্ররোচনামূলক ভাষণ দিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। মঙ্গলবার হিরণের বিরুদ্ধে একদিকে তৃণমূলের রাজ্য কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এবং অপরদিকে সবং থানায় দুটি অভিযোগ জমা পড়েছে। বিজেপির এই তারকা প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া-সহ প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে তৃণমূল। যদিও কোনও অভিযোগই মানতে নারাজ গেরুয়া শিবির।


You might also like!