Game

1 week ago

Champions League: চ্যাম্পিয়নস লিগ: ১১ বছর পর ফাইনালে বরুশিয়া

Borussia in the final after 11 years
Borussia in the final after 11 years

 

প্যারিস, ৮ মে : প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা পিএসজি ঘরের মাঠে উজ্জীবিত ফুটবল খেলেছিল এমবাপ্পের দল। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না প্যারিসিয়ানদের। উল্টো বরুশিয়া ডর্টমুন্ড গোল করে। এর পর পুরো সারাটা ম্যাচ ডর্টমুন্ড প্রতিরোধ করে গেছে। আর সেই প্রতিরোধে ডটমুন্ড এর বাধা টোপকে গোল করতে পারেনি পিএসজি। এর ফলে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ডর্টমুন্ড।

মঙ্গলবার রাতে পিএসজির তাদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ১-০ গোলে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের ঘরের মাঠে প্রথম লেগে তারা জিতেছিল ১-০তে। দ্বিতীয় লেগেও মাটস হুমেলসের গোলে ব্যবধান ২-০ করে জার্মান জায়ান্ট দলটি ফাইনালে চলে গেল।

উল্লেখ্য ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল ওয়েম্বলিতে বরুশিয়া। সেবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি। ১১ বছর পর আবার ফাইনালে তারা, আগামী ১ জুন ইউরোপ সেরার মঞ্চে মাঠে নামবে তারা। এবারের ফাইনালও হবে ওয়েম্বলিতে। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে চলেছে ডর্টমুন্ড। বায়ান মিউনিখ যদি হয় তাহলে তো প্রতিশোধ নেওয়ার পালা।


You might also like!