পূর্ব মেদিনীপুর, ১৬ মে : কাঁথি লোকসভা কেন্দ্রের চণ্ডীপুরে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার রাতে দলীয় কর্মসূচি সেরে শঙ্কুদেব চণ্ডীপুরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। অভিযোগ, বৈঠক চলাকালীন বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করে তৃণমূলের দুষ্কৃতীরা। গাড়িটি পার্টি অফিসের বাইরেই দাঁড়িয়েছিল।
শঙ্কুদেবের নিরাপত্তা রক্ষীরা একজনকে ধরে ফেলেন। পরে তাকে আটক করে চণ্ডীপুর থানার পুলিশ। এই হামলার প্রেক্ষিতে শঙ্কু বলেছেন, এভাবে ভয় দেখিয়ে রোখা যাবে না। এদিকে, হামলার বিষয়ে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।