West Bengal

1 week ago

Malda and Murshidabad Weather: শুরু তৃতীয় দফার ভোট, মালদহ ও মুর্শিদাবাদের চার লোকসভা কেন্দ্রে মনোরম আবহাওয়ার পূর্বাভাস

Malda and Murshidabad Weather (File Picture)
Malda and Murshidabad Weather (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মালদহ এবং মুর্শিদাবাদের চার লোকসভা কেন্দ্রে মঙ্গলবার মনোরম আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বজ্রপাতের আশঙ্কা থাকবে। মালদহে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ- দুটি লোকসভা কেন্দ্র রয়েছে। মালদহ জেলার জন্য আলিপুর আবহাওয়া দফতরের বার্তা, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে দমকা বাতাস থাকতে পারে।

৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে মালদহ জেলার কোনও অংশে এই দমকা বাতাস বইতে পারে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সঙ্গে দমকা বাতাস জেলার সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা।

তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ, মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় মালদহে তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ শতাংশ। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি সেলসিয়াস নীচে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে পয়েন্ট ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে।

মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা বাতাস। জেলার কোন কোন অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

তবে জেলার বেশিরভাগ অংশই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকবে। আজ, মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় মুর্শিদাবাদ জেলায় তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 88 শতাংশ।

You might also like!