Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Fiji PM arrives in India: ৪-দিনের সফরে ভারতে এলেন ফিজির প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন সুকান্ত

Fiji's Prime Minister Sitiveni Rabuka arrived in New Delhi
Fiji's Prime Minister Sitiveni Rabuka arrived in New Delhi

 

নয়াদিল্লি, ২৪ আগস্ট : ভারত সফরে এলেন ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রাবুকা। ২৬ আগস্ট পর্যন্ত ভারত সফরে থাকবেন তিনি। রবিবার ভারতে এসে পৌঁছলে, দিল্লি বিমানবন্দরে ফিজির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী রাবুকার এটিই প্রথম ভারত সফর।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল টুইট করেছেন, "ফিজির প্রধানমন্ত্রী রাবুকা তাঁর প্রথম সফরে নতুন দিল্লিতে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী রাবুকাকে বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এই সফর বিভিন্ন ক্ষেত্রে ভারত-ফিজি অংশীদারিত্বকে আরও নিবিড় করবে।

দিল্লি সফরের সময়, প্রধানমন্ত্রী রাবুকা ২৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী মোদী সফররত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী রাবুকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।

You might also like!