Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Business

1 year ago

Share Market:সেনসেক্স কমল ৩০০ পয়েন্ট, নিফটি ২২২০০-এর উপরে, Tata Investment-এর স্টকে লাভ 5%

Share Market
Share Market

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ, বুধবার বাজারের মূল সূচকগুলি ফের নিম্নমুখী হল। এদিন সকাল 9:16 নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.42 শতাংশ অথবা 306.32 পয়েন্ট হ্রাস পেয়ে হয় 73205.53। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় 0.43 শতাংশ অথবা 96.10 পয়েন্ট নিম্নগামী হয়ে ছিল 22206.40 -এর স্তরে।

আজ নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100 -এর সূচক প্রায় 0.65 শতাংশ পর্যন্ত হ্রাস পায়। এদিন সেক্টরগুলির মধ্যে নিফটি পিএসইউ ব্যাঙ্ক এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এই সূচকগুলি 0.34 এবং 0.21 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছিল। এদিকে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস এবং নিফটি হেলথকেয়ারের সূচকে। এগুলি যথাক্রমে 0.37, 0.68, 0.62, 0.49, 1.04, 0.18, 0.14, 1.11, 0.55, 0.16, 0.41, 0.41, 0.38, 0.50, 0.01, 0.49, 1.60, এবং 0.94 শতাংশ নিম্নগামী হয়েছিল। এদিন India VIX-এর সূচক প্রায় 2.53 শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

এদিন বাজারের টপ গেনারদের তালিকায় ছিল IFCI, Indraprastha Gas, Kirloskar Brothers, Hindustan Zinc, REC, NBCC (India), Tata Investment Corporation, Power Finance Corporation, Transformers & Rectifiers (India), Century Textiles & Industries, Housing and Urban Development Corporation এবং Arvind -এর শেয়ার। অন্যদিকে, বড়সড় দরপতনের মুখোমুখি হয়েছে Sonata Software, Rainbow Childrens Medicare, Voltas, Pidilite Industries, One97 Communications, Jindal Saw, Chennai Petroleum Corporation, KPI Green Energy, Dr. Reddy's Laboratories, Gallantt Ispat, এবং Supreme Industries -এর স্টক।

এ বিষয়ে Geojit Financial Services -এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্য়াটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, "দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য অস্থিরতা রয়েছে। এই অনিশ্চয়তা বর্তমানে কেনার সুযোগ। গত কয়েক দিনে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে স্টক বিক্রির প্রবণতা বেড়েছে। এর জেরে একাধিক বিভাগ দুর্বল হয়েছে। মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের স্টক বিক্রির পরিমাণ এখনও পর্যন্ত 9194 কোটি টাকা। এদিকে দেশের বিনিয়োগকারীরা এই সময়ের মধ্যে স্টক কিনেছেন 5129 কোটি টাকার। এমন পরিস্থিতি দীর্ঘদিন থাকার সম্ভাবনা নেই।"


You might also like!