Odisha

7 months ago

Heatwave in Odisha:গরম বজায় থাকবে বঙ্গে, ওডিশায় প্রশমিত হবে তাপপ্রবাহ

Heatwave in Odisha
Heatwave in Odisha

 

কলকাতা : ভারতীয় আবহাওয়া দফতর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আগামীকালের জন্য এবং ঝাড়খণ্ড ও বিহারের কিছু এলাকায় এইমাসের ২৪ তারিখ পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কতা সংকেত জারি করেছে। তবে ওড়িশায় তাপপ্রবাহ পরিস্থিতি আগামীকাল থেকে ধীরে ধীরে প্রশমিত হবে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ,ইয়ানাম, রায়ালসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং কেরালায় বুধবার পর্যন্ত গরম ও ঘর্মাক্ত আবহাওয়া থাকবে। পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশে আগামীকাল তীব্র গরমেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

You might also like!