International

2 years ago

Sheikh Hasina :''বাংলা দেশের মুক্তিযুদ্ধ ছিল আসলে একটা জনযুদ্ধ''- শেখ হাসিনা

sk hasina
sk hasina

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাংলাদেশে অনেকটা স্থিতিশীলতা এসেছে। এবং বিশ্বরাজনীতিকরা বিশ্বাস করে,এই স্থিতিশীলতা এসেছে শেখ হাসিনার অক্লান্ত প্রয়াসে। বাংলা দেশের বিএনপি-জমায়েত জোট নিয়ে মুখ খুলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন,বিএনপি নালিশ করে তাদের ওপরে নাকি খুব অত্যাচার। অত্যাচার তো আমরা করি নাই। অত্যাচার করেছে বিএনপি-জামায়াত জোট। জিয়াউর রহমান এসে হাজার হাজার মানুষ হত্যা করেছে। সেনা বাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার, সৈনিক থেকে শুরু করে প্রায় ৫ হাজার মানুষকে নির্বিচারে ফাঁসি দিয়েছে, গুলি করেছে, হত্যা করেছে। পরিবারগুলো তাদের লাশও পায়নি। সব লাশ গুম হয়ে গেছে। তিনি বলেন,ওরা কখনোই গণতন্ত্রের কথা ভাবে নি। 

  তিনি বলেন,পাকিস্থানের অত্যাচারে আমরা সর্বস্বান্ত হয়েও মুজিবর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি।দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। 

তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানি হানাদার বাহিনীকে বাধা দিয়েছে। ট্রেনিংপ্রাপ্ত শুধু তা নয়, বাংলাদেশের সাধারণ মানুষও মাঠে নেমে গিয়েছিল। যে যেভাবে পেরেছে, পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। যেহেতু এটা গেরিলা যুদ্ধ, গেরিলা যোদ্ধারা যখন দেশে ঢুকেছে, এদেশের মা-বোনেরা রান্না করে খাওয়ার দেওয়া, পাকিস্তানি হানাদার বাহিনীর অবস্থানের তথ্য দেওয়া; সেই কাজগুলো করেছে। একটা জনযুদ্ধের মধ্য দিয়ে আমরা এদেশে স্বাধীনতার বিজয় অর্জন করতে পেরেছি। তিনি আরো বলেন,অবৈধ দখলকারীদের হাতে তৈরি করা যে সংগঠন তারা নাকি গণতন্ত্র চায়। যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি। যাদের জন্ম মিলিটারি ডিক্টেটেডের মধ্য দিয়ে, তারা আবার গণতন্ত্র চায়। আওয়ামী লীগ গণতন্ত্র দেয়নি, তারা গণতন্ত্র দেবে। গণতন্ত্রের জন্য নাকি তারা লড়াই করে। ওদের জিজ্ঞেস করতে হয়, তাদের জন্মটা কোথায়? অবৈধ দখলদারি এটা তো আমাদের কথা না। আমাদের উচ্চ আদালত বলে দিয়েছে যে, জিয়া-এরশাদ সম্পূর্ণ অবৈধ। তারপর তারাও নাকি গণতন্ত্রের জন্য সংগ্রামও করে। দর্শকদের করতালিতে উদ্বেলিত হয়ে ওঠে সভামঞ্চ।

You might also like!