গুয়াহাটি, ২৪ মাৰ্চ : অসমের ১৫ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সংকটজনক অবস্থায় ছয়জনকে নিয়ে আসা হয়েছে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সোমবার সকালে দরং জেলার অন্তর্গত ধুলা এলাকায়।