Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Video

9 months ago

Traditional Shiva chanting | বারুনীর স্নান সেরে ঐতিহ্যবাহী শিবের গাজন

 

ঐতিয্যবাহী চিরাচরিত প্রথাকে টিকিয়েরাখতে শিবের গাজন নিয়ে নামলো বেতাগা ও সেন পাড়া এলাকার লোকজনেরা। বারুনির স্নানসেরে ঐতিয্যবাহী চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে শান্তির বাজারের বিভিন্ন জায়গায় হর গৌরি নিয়ে শিবের গাজন নিয়ে নামলেন বেতাগা ও মহামুনির সেন পাড়ার লোকজনেরা। বর্তমানসময়ে ডিজিটালযুগে এইসকল ঐতিয্যবাহী প্রথা বিলুপ্তির পথে। সারা রাতজেগে এইধরনের অনুষ্ঠানকরতে অনেকে অনিহা প্রকাশ করছে। বিগতদিনে চৈত্র মাসে বারুনির স্নানসেরে সকলে ভগবান মহাদেবের আরাধনায় মাতোয়ারাহয়ে বাড়ী বাড়ী গিয়ে শিবেরগাজ নিয়ে হাজিরহতো সকলে। শিবেরগাজনের মাধ্যমে বিভিন্ন পৌরানিক গ্রন্থেরঅবলম্বনে ঢাকি দেখানোহতো। বর্তমানসময়ে সকলে নিজেদের এত ব্যস্তকরেরেখেছে এইসকল কাজে কারোর আগ্রহ নেই। তাই এইসকল চিরাচরিত প্রথাকে টিকিয়েরাখতে মহামুনি সেন পাড়া ও বেতাগা এলাকার লোকজনেরা বিশেষ উদ্দ্যোগ গ্রহন করেছে। এইসকল এলাকার লোকজনদের উদ্দ্যোগে রাত্রিবেলায় শান্তির বাজারের বিভিন্নজায়গায় বাড়ী বাড়ীগিয়ে অনুষ্ঠীত করাহচ্ছে শিবেরগাজন। সকলের আশা এই অনুষ্ঠান আগামীদিনে যেন আরো বড় আকারে বিগত দিনের ন্যায় করাযায়।

You might also like!