International

1 month ago

Mymensingh Puja celebration at District Magistrate's office: শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে যাবতীয় সহযোগিতা প্রদানে সরকার আন্তরিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধানরঞ্জন

Mymensingh Puja celebration at District Magistrate's office
Mymensingh Puja celebration at District Magistrate's office

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার আজ রবিবার ময়মনসিংহ জেলাশাসকের কার্যালয়ে ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপদেষ্টা পূজা উদযাপনে জেলার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয় সহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।

ময়মনসিংহ জেলাশাসক মফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সকল সহযোগিতা প্রদানে সরকার আন্তরিক। ধর্মের দোহাই দিয়ে কিছু দুষ্কৃতকারী সবসময়ই সুযোগ নেওয়ার চেষ্টা করে। কিন্তু যারা সত্যিকার অর্থে ধর্মকে মানে তারা এ ধরনের কর্মকাণ্ডকে ঘৃণা করে। রাষ্ট্র তার নৈতিক অবস্থান থেকে পূজা উদযাপনকারীদের সঙ্গে রয়েছে।দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সাহস নিয়ে মোকাবিলা করতে হবে। সামাজিক সংহতি বজায় রাখতে হবে। এ বছর নির্বিঘ্ন পরিবেশে সবাই পূজা উদযাপন করতে পারবে বলে উপদেষ্টা এসময় আশা প্রকাশ করেন।

আলোচনাকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ময়মনসিংহ জেলাকে সম্প্রীতির জেলা হিসেবে উল্লেখ করে বলেন, ময়মনসিংহের প্রতিটি মানুষ অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে। দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আশাব্যঞ্জক। পূজাকে সামনে রেখে ময়মনসিংহে কোনও ধরনের বিশৃঙ্খলা নেই। বর্তমান প্রেক্ষাপটে এ বছর পূজাকে ঘিরে আরও অধিক নিরাপত্তা প্রদান করা হচ্ছে এবং ময়মনসিংহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ময়মনসিংহ জেলায় এ বছর ৭১০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

You might also like!