International

1 year ago

Islamabad : ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই তিন শতাধিক কাপড়ের দোকান

Major fire breaks out at Islamabad
Major fire breaks out at Islamabad

 

ইসলামাবাদ, ৮ ডিসেম্বর: ভয়াবহ আগুন লাগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি জনবহুল বাজারে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার ইসলামাবাদের পেশোয়ার মোড়ের এইচ-৯ সেক্টরের সানডে বাজারে আগুন লাগে।

বাজারের ৭ নম্বর গেটের কাছে একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সারা বাজারে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুরনো জামাকাপড় এবং কার্পেট বিক্রির জন্য এই বাজারটির খ্যাতি রয়েছে। রবিবার এই বাজারে তুলনায় বেশি বিকিকিনি হয়। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ খান এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং আধিকারিকদের উদ্ধারকাজে তদারকি করতে বলেছেন। আগুন লাগার খবর জানার পর বাজারে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।


You might also like!