Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Business

1 year ago

Sensex: ৪ দিন ধরে লাগাতার পতন বাজারে, ৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

Sensex fell by 600 points after 4 days of continuous fall in the market
Sensex fell by 600 points after 4 days of continuous fall in the market

 

কলকাতা, ১৯ এপ্রিল: গত ৪ দিন ধরে লাগাতার পতন বাজারে। শুক্রবারও বাজার খোলার সঙ্গে সঙ্গে ৬০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স। খারাপ অবস্থা নিফটিরও। যার ফলে শেষ ৪ দিনে প্রায় ৮ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা।

শনির দশা কাটছে না শেয়ারবাজারে। দেশের শেয়ার বাজারের এমন বেহাল পরিস্থিতির জন্য ইজরায়েল ও ইরানের যুদ্ধ আবহকেই দায়ী করছে বিশেষজ্ঞ মহল।

সাম্প্রতিক সময়ে কার্যত রেকর্ড গড়ে ৭৫ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলেছিল সেনসেক্স। তবে শুধুমাত্র চলতি সপ্তাহে লাগাতার পতনের জেরে তা ৭২ হাজারে এসে ঠেকেছে। নিফটি ও ব্যাঙ্ক নিফটির অবস্থাও অত্যন্ত বেহাল।

এদিন বাজার খোলার পর ৬০৮ পয়েন্ট নেমে গিয়ে সেনসেক্স গিয়ে পৌঁছয় ৭১,৮০০ তে। নিফটি ১৭৩ পয়েন্ট পড়ে পৌঁছয় ২১,৮২২-এ। এই বেহাল পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার আশা দেখছে না বিশেষজ্ঞ মহল। ফলে এখন বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরও সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে ইরান ও ইজরায়েল, ভারতের দুই বন্ধু দেশের মধ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান এর প্রভাব এসে পড়ছে শেয়ার বাজারে।

You might also like!