Country

2 weeks ago

Amir Khan: ভুয়ো ভিডিও থেকে দূরে থাকার বার্তা আমিরের মুখপাত্রের

Aamir's spokesperson's message to stay away from fake videos
Aamir's spokesperson's message to stay away from fake videos

 

মুম্বই, ১৭ এপ্রিল: সমাজমাধ্যমে ‘ডিপ ফেক’ নিয়ে চর্চা শুরু হয়েছে গত কয়েক বছর থেকেই। এই ধরনের ছবির শিকার হয়েছেন একাধিক বলিউড তারকা। তালিকায় রয়েছেন রশ্মিকা মন্দানা, প্রিয়ঙ্কা চোপড়া। এ বার ভুয়ো ছবির শিকার হলেন আমির খান। এই মিথ্যে ভিডিও থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন আমিরের মুখপাত্র।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে আমির খানকে দেখা গিয়েছে নির্দিষ্ট দলের হয়ে ভোটের প্রচার করতে। ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছেন অভিনেতা। তাঁর টিমের মুখপাত্র এই বিষয়ে সরব হয়েছেন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ৩৫ বছরের কেরিয়ারে কোনও রাজনৈতিক দলের মুখ হননি আমির। নির্বাচন কমিশনের বিভিন্ন জনসচেতনতা মূলক কাজে যুক্ত হয়েছেন একাধিকবার। ভাইরাল হওয়া ভিডিও দেখে তাই অবাক সকলেই। কোনও নির্দিষ্ট দলের হয়ে কোনও দিনই প্রচার করেননি আমির। এই ভিডিও সম্পূর্ণ মিথ্যে ও খারাপ উদ্দেশ্য নিয়ে তৈরি। মুম্বই পুলিশের সাইবার সেল দপ্তরে এই প্রসঙ্গে এফআইআর দায়ের করা হয়েছে আমিরের তরফে। শুধু তাই নয়, সবাইকে তিনি এই মিথ্যে ভিডিও থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন।


You might also like!