Country

3 weeks ago

Uttrakhand Govt prepared for Chardham: চারধাম যাত্রার প্রস্তুতি শুরু উত্তরাখণ্ড সরকারের, বিপুল ভক্তের আগমণের প্রত্যাশায় ধামি

Uttrakhand Govt prepared for Chardham
Uttrakhand Govt prepared for Chardham

 

দেহরাদূন, ২২ এপ্রিল: আগামী ১০ মে শুরু হচ্ছে এ বছরের চারধাম যাত্রা, ইতিমধ্যেই চারধাম যাত্রার প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, ১০ মে থেকে চারধাম যাত্রা শুরু হতে চলেছে, সে জন্য সরকার প্রস্তুতি শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার ফলেই প্রথম পাঁচ দিনে ১১ লক্ষেরও বেশি ভক্ত চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করেছেন, এই সংখ্যাটি আগামী সময়ে দ্রুত বাড়বে।

উল্লেখ্য, এবারের চারধাম যাত্রা শুরু হচ্ছে আগামী ১০ মে। ওই দিনই ভক্তদের জন্য উন্মুক্ত হবে যমুনোত্রী, গঙ্গোত্রী ও কেদারনাথ মন্দির। বদ্রীনাথ মন্দির উন্মুক্ত হবে ১২ মে। এবারের চারধাম যাত্রায় বিপুল সংখ্যক ভক্তদের আগমণের প্রত্যাশায় রয়েছেন মুখ্যমন্ত্রী ধামি, সেই লক্ষ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।


You might also like!