Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Tripura

1 year ago

আমবাসায় জঙ্গলে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ জনৈক ব্যক্তি

cows (symbolic picture)
cows (symbolic picture)

 

আমবাসা (ত্রিপুরা), ১১ মেঃ জঙ্গলে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসা থানার অধীন হাদুকলক বরুড়া পাড়ায়৷ গুলিবিদ্ধ ব্যক্তির নাম লালথানজুয়ালা রিয়াং৷ বয়স আনুমানিক ৫৬ বছর৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ আমবাসা থানার পুলিশ তদন্তে নেমেছে৷ গুলিবিদ্ধ ব্যক্তির পরিবারের এক সদস্য জানিয়েছেন, প্রতিদিনের মতো লালথানজুয়ালা গরু আনতে জঙ্গলের দিকে যান৷ সেখানে গেলে আচমকা গুলিবিদ্ধ হন লালথানজুয়ালা৷ তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান৷ সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়৷

এদিকে, কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় লালথানজুয়ালা নামের এক রোগীকে নিয়ে আসা হয়েছে৷ পরীক্ষা–নীরিক্ষা করে দেখা গিয়েছে, গুলি কানের পাশ দিয়ে ঢুকেছে। কিন্তু বেরিয়ে যাওয়ার কোন চিহ্ণ নেই৷ প্রাথমিক চিকিৎসার পর আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে তাঁক৷ চিকিৎসক আরও জানিয়েছেন, বিষয়টি আমবাসা থানার পুলিশকে জানানো হয়েছে৷ তবে কী ধরনের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছে সে সম্পর্কে স্পষ্ট নন তিনি৷ তাছাড়া কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে চিকিৎসক জানিয়েছেন, যাঁরা লালথানজুয়ালাকে হাসপাতালে নিয়ে এসেছেন তাঁরা সম্ভবত সব বিষয়ে জানেন৷ কিন্তু, কোনও এক অজ্ঞাত কারণে কারোর নাম বলছেন না৷ বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন চিকিৎসক৷

You might also like!