West Bengal

7 months ago

Mysterious Bag In Durgapur:ম্যারেজ হলের সামনে পরিত্যক্ত ব্যাগ!ব্যাগ ঘিরে ধুন্ধুমার তৃণমূল-বিজেপি কর্মীদের

Tension in front of Durgapur Marriage Hall
Tension in front of Durgapur Marriage Hall

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দুর্গাপুরে ম্যারেজ হলের কাছে পরিত্যক্ত ব্যাগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। ভোটের আবহে বোমাতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরে। ঘটনাকে ঘিরে তুমুল বচসা বেঁধে গেছে স্থানীয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। সকাল থেকেই উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড, পুলিশ।টনাচক্রে ওই ম্যারেজ হলটি স্থানীয় বিজেপি নেত্রী মনীষা শিকদারের ৷ তিনি দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লি এলাকায় গেরুয়া শিবিরের পশ্চিম বর্ধমান জেলার সহ-সভানেত্রী ৷ এই ঘটনা তৃণমূলের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তিনি ৷

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেই ম্যারেজ হলের সামনে পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায় ৷ আর সেই ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়াল দুর্গাপুর মামড়া বাজার সুকান্তপল্লী এলাকায় ৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ ৷ ঘটনাস্থলে চলে আসেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ৷

এলাকায় এক বিজেপি নেতার দাবি, এই এলাকার বহু মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন ৷ সেই সময় দুর্গাপুরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পুলিশকে নির্দেশ দিয়ে গিয়েছেন বিজেপি নেতা-নেত্রীদেরকে চমকানোর জন্য ৷ এই ব্যাগ রাখাটা একটা ষড়যন্ত্র ৷

আশপাশের এলাকা থেকে বহু মানুষ ওই ব্যাগ রহস্য দেখতে বিজেপি নেত্রীর ম্যারেজ হলের সামনে জড়ো হন ৷ আপাতত পুলিশ ওই এলাকাটিকে ঘিরে রেখেছে ৷ এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না ৷ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ৷ এই প্রসঙ্গে নেত্রী মনীষা শিকদার বলেন, "কাল সন্ধ্যায় ম্যারেজ হলে এসে দেখলাম একটি ব্যাগ পড়ে আছে ৷ পুলিশ এসেছে ৷ বম্ব স্কোয়াড এসেছে ৷ অনেক রাত পর্যন্ত প্রক্রিয়া চলেছে ৷ তাঁরা বলে গেলেন, 99 শতাংশ ওই ব্যাগে কিছু নেই ৷ তবে 1 শতাংশ নিশ্চিত হওয়ার জন্য ওই ব্যাগটিকে খোলা জায়গায় নিয়ে যাওয়া হবে ৷ আমি বিজেপির পদাধিকারী ৷ তাই তৃণমূল ভয় পেয়ে গিয়েছে ৷"

পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা ওই ব্যাগটি ওখানে রেখে গেল ৷ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বম্ব স্কোয়াড না আসার কারণে পরিত্যক্ত সেই ব্যাগটি পড়ে থাকে একই জায়গায় ৷ পুলিশ ওই এলাকাটি ঘিরে রাখা হয়েছে ৷


You might also like!