Game

1 week ago

IPL 2024: কোহলি কি আদৌ আউট ছিলেন? কলকাতার কাছে হেরে কী বললেন আরসিবি অধিনায়ক?

Virat Kohli
Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে বিরাট কোহলির আউটকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি বিরাট। তর্ক করেন তিনি। ম্যাচের পরে আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি এই প্রসঙ্গে মুখ খোলেন৷

সাংবাদিকরা প্রথমেই বিরাটের আউট নিয়ে প্রশ্ন করেন ফাফকে। আরসিবি অধিনায়ক বলেন, "নিয়মটা নিয়মই। সেটা আমাদের মানতেই হবে। বিরাট এবং আমার মতে, বল কোমরের উপরে ছিল। আম্পায়ারেরা মনে হয় পপিং ক্রিজ, অর্থাৎ যে দাগের বাইরে থাকলে ব্যাটার স্টাম্প্‌ড হতে পারেন, সেখান থেকে ব্যাটারের উচ্চতা মাপেন। কেউ মনে করেন সেটা কোমরের উপরে গিয়েছে। কেউ মনে করেন যায়নি। ম্যাচে এ রকম হতেই পারে। আমরা এটা নিয়ে বেশি ভাবতে রাজি নই।"

ম্যাচের তৃতীয় ওভারে বল করছিলেন হর্ষিত রানা। ওভারের প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন বিরাট। বল সোজা ব্যাটে এসে লাগে। সেই বল লুফে নেন বোলার হর্ষিত। বিরাট ক্রিজ ছাড়তে চাননি। তিনি নো বলের দাবি করেন। তাঁর দাবি, বল ছিল কোমরের উপরে।

বিরাট রিভিউ চান। আম্পায়ার অবশ্য নিজে থেকেই রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার নো বল দেননি৷ তিনি বিরাটকে আউট দেন। এরপরই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন কোহলি।


You might also like!