Country

4 weeks ago

Champat Rai on Ram Mandir: প্রাণ প্রতিষ্ঠা থেকে এযাবৎ প্রায় ১.৫ কোটি ভক্ত রামলালার দর্শন করেছেন : চম্পত রাই

Champat Rai on Ram Mandir
Champat Rai on Ram Mandir

 

অযোধ্যা, ২২ এপ্রিল: গত ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যার বিশাল রামমন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার, তারপর থেকে এযাবৎ প্রায় ১.৫ কোটি ভক্ত রামলালার দর্শন করেছেন। সোমবার এমনটাই জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্ৰর সাধারণ সম্পাদক চম্পত রাই। তিনি বলেছেন, প্রতিদিন এক লক্ষেরও বেশি ভক্ত 'দর্শন' করতে আসছেন। ২২ জানুয়ারি 'প্রাণ প্রতিষ্ঠা' থেকে এযাবৎ প্রায় ১.৫ কোটি ভক্ত রামলালার 'দর্শন' করেছেন।"

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্ৰর সাধারণ সম্পাদক চম্পত রাই এদিন আরও বলেছেন, "শুধুমাত্র মন্দিরের নিচতলার কাজ শেষ হয়েছে, যেখানে রামলালার 'প্রাণ প্রতিষ্ঠা' হয়েছিল, প্রথম তলার কাজ চলছে। মন্দিরের চারপাশে ১৪ ফুট প্রস্থের একটি নিরাপত্তা প্রাচীর নির্মাণ করা হবে। এই প্রাচীরটিকে মন্দিরের 'পরকোটা' বলা হয়। 'পরকোটা' হবে বহুমুখী যেখানে আরও ৬টি মন্দির তৈরি করা হবে যা ভগবান শঙ্কর, ভগবান সূর্যের, একটি 'গর্ভগৃহ' এবং দুই বাহুতে ভগবান হনুমান এবং মা অন্নপূর্ণার মন্দির তৈরি করা হবে। মহর্ষি বাল্মীকির মন্দির, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্যও মন্দির চত্বরে নির্মিত হবে।

চম্পত রাই আরও বলেছেন, "নিষাদ রাজ, মা শবরী, মা অহিল্যা ও জটায়ুর মন্দিরও তৈরি হবে। মন্দিরে নিজেদের সমস্ত লাগেজ-সহ একসাথে ২৫ হাজার ভক্তের থাকার ব্যবস্থা থাকবে। এখানে গাছ এবং গাছপালা সুরক্ষিত, ৬০০ গাছপালা প্রাঙ্গনে রয়েছে এবং সব সুরক্ষিত আছে। জল শোধনাগার এবং নর্দমা শোধনাগারও রয়েছে। মন্দিরের প্রয়োজন মেটাতে অযোধ্যার মানুষকে কোনও সমস্যায় পড়তে হবে না।"

You might also like!