Technology

6 months ago

Google: স্মার্ট গ্লাসে বিপ্লব আনতে চলেছে গুগল! জানুন

Google Smart Glass (File Picture)
Google Smart Glass (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুগল স্মার্ট গ্লাসের পরিচিতি মানুষের সামনে এসেছিল এক দশক আগে। সেই সময় এই জিনিসটিকে কেন্দ্র করে মানুষজনের উত্তেজনা একেবারে তুঙ্গে উঠেছিল। তবে শেষ অবধি টেকনোলজির দুনিয়াতে সেভাবে কোনো বিপ্লব আনতে পারেনি এই স্মার্ট চশমা। আসলে সেই সময় কৃত্রিম বুদ্ধিমত্তার অবস্থা তখন ছিল নেহাতই শিশুর মতন। যার অন্যতম কারণ ছিল ওই ডিভাইস তখন সময়ের থেকে অনেক বেশি অ্যাডভান্স ছিল। গুগলের যুগ্ম প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন অন্তত এমনটাই মনে করেন। তবে ২০২৪ এ দাঁড়িয়ে গুগল বলছে এবার এআইয়ের সৌজন্যে এই চশমা বিপ্লব আনতে সক্ষম হতে পারে।

গুগলের প্রোজেক্ট অ্যাস্ট্রা হতে পারে স্মার্ট গ্লাসের জন্য নিখুঁত হার্ডওয়্যার, মত ব্রিনের। গত ১৪ মে যে প্রোজেক্টের উদ্বোধন করেছেন গুগল ডিপমাইন্ড সিইও ডেমিস হাসাবিস। তিনি জানিয়েছেন, ”দীর্ঘদিন ধরে আমরা চেয়েছিলাম এমন এআই এজেন্ট যা দৈনন্দিন জীবনে সত্যিকারের সাহায্যকারী হয়ে উঠতে পারে। আমাদের পরিশ্রম একে অবশ্য বহুদিন আগেই সত্যি করে তুলেছে। সেই কারণেই একেবারে শুরুতেই আমরা জেমিনি মাল্টিমডেল বানিয়ে ফেলেছি।” এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় গুগল স্মার্ট গ্লাস। মনে করা হচ্ছে, শিগগিরি কোনও নতুন পণ্য আনতে চলেছে গুগল। ২০১৩ সালে প্রথম গুগল গ্লাস বাজারে এসেছিল। সেই সময় উদ্দেশ্য ছিল, গ্রাহকদের চোখের সামনে স্মার্টফোনের ইন্টারফেস তুলে ধরা। কিন্তু এক দশক পেরিয়ে এসে তা যে বহু সম্ভাবনা তুলে ধরেছে সেটা ক্রমশই পরিষ্কার হয়ে উঠছে।

You might also like!