International

8 hours ago

Mali kidnapping incident 2025:মালিতে আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিদের হানা, অপহৃত ৩ ভারতীয়

Mali kidnapping incident 2025
Mali kidnapping incident 2025

 

নয়াদিল্লি ও বামাকো, ৩ জুলাই : পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি কারখানায় হানা দিয়ে ৩ ভারতীয় নাগরিককে অপহরণ করল জঙ্গিরা। ঘটনায় উদ্বিগ্ন দিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মালির সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ওই ৩ জনকে উদ্ধার করতে উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে তাদের। মালির রাজধানী বামাকোর ভারতীয় দূতাবাসের উচ্চপদস্থ কর্তারা উদ্ধারের ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে টানা যোগাযোগ রেখে চলেছেন। মালির স্থানীয় সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, মঙ্গলবার মালির এক

মালির স্থানীয় সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, মঙ্গলবার মালির একটি সিমেন্ট কারখানায় হঠাৎই সশস্ত্র হামলা চালায় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী। ওই কারখানায় কাজ করা তিন ভারতীয়কে তুলে নিয়ে যায় তারা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। মালিতে একাধিক সন্ত্রাসবাদী হামলার অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের তরফে মালিতে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।



You might also like!