International

7 months ago

Spanish Prime Minister Pedro Sanchez :স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, সরকারি দায়িত্ব থেকে দূরে থাকছেন স্পেনের প্রধানমন্ত্রী

Spanish Prime Minister Pedro Sanchez and his wife Begona Gomez
Spanish Prime Minister Pedro Sanchez and his wife Begona Gomez

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। শুরু হয়েছে বিচারিক তদন্ত। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, তদন্ত চলাকালে তিনি সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

গতকাল বুধবার পেদ্রো সানচেজ বলেন, তাঁর স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেটা সত্য নয়। তদন্ত চলাকালে অন্তত আগামী সোমবার পর্যন্ত সরকারি দায়িত্ব পালন থেকে নিজেকে দূরে রাখার কথা জানান এ সরকারপ্রধান।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে পেদ্রো সানচেজ এক্সে আপলোড করা এক পোস্টে বলেন, ‘আমার একটা বিরতি দরকার। চিন্তা করা দরকার। জরুরি ভিত্তিতে আমার এ প্রশ্নের উত্তর জানা দরকার যে আমার সরকারে নেতৃত্ব দেওয়া চালিয়ে যাওয়া উচিত, নাকি সরে যাওয়া প্রয়োজন।’

পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ (৪৯) স্পেনের রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ নন। সরকারি কোনো দায়িত্বেও নেই তিনি। স্পেনে আইনি লড়াই চালানোর প্ল্যাটফর্ম মানোস লিমপিয়াস (ক্লিন হ্যান্ড) অভিযোগ তুলেছে, ব্যবসায়িক চুক্তি সইয়ের ক্ষেত্রে নিজের প্রভাব কাজে লাগিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রোর স্ত্রী।

মানোস লিমপিয়াসের নেতার নাম মিগুয়েল বার্নার্ড রেমন। তিনি ডানপন্থী ব্যক্তি হিসেবে স্পেনে পরিচিত। মাদ্রিদের একটি আদালত এ প্ল্যাটফর্মের অভিযোগ আমলে নিয়েছেন। তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুধু প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নন, স্পেনের বিচারমন্ত্রী ফেলিক্স বোলানোস প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন।


You might also like!